Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আদাবাড়ীয়া ইউনিয়ন পরিচিতি

মাথা ভাংগা নদীর তীররের এক তৃতীয়াংশের পাশ দিয়ে গড়ে উঠা ১১নং আদাবাড়ীয়া ইউনিয়ন । ইউনিয়নের পশ্চিম দিকে ভারতের নদীয়া জেলা দক্ষিন দিকে গাংনী উপজেলা,পূর্ব দিকে দৌলতপুর /বোয়ালিয়া ইউনিয়ন, উত্তর দিকে প্রাগপুর/ মথুরাপুর ইউনিয়ন । ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক স্থান গরুড়া ব্যাংগাড়ী মাঠ, এই মাঠে বাংলার মুক্তিবাহিনী এবং মুক্তিকামী জনতার হাতে হাজার হাজার পাকিস্থানী হানাদার বাহিনী শহিদ হয়েছিলেনযেখানে শহিদ হয়েছিলেন আমাদের বাংলার ৩জন বীর মুক্তিযোদ্ধা ।যা বাংলার ইতিহাসের পাতাই স্বর্ণ আক্ষরে লিখা রয়েছে ।

 

(ক)নাম : ১১নং আদাবাড়ীয়া ইউনিয়ন ।

(খ)আয়তন: ৭৩৫৭ একর, ১১.৭৫ বর্গমাইল, ৩০.২৫ বর্গ কিলোমিটার ।

(গ) লোকসংখ্যা : মোট: ৩৯২৬৬ জন, পুরুষ: ১৯৩৭৬ জন, মহিলা: ১৯৮৯০জন ।

    এবং ভোটার সংখ্যা :- মোট ভোটার :-২১২১২ জন,পুরুষ ১০,৫৩০জন,মহিলা১০,৬৮২জন

(ঘ) গ্রাম সংখ্যা:  ৬ টি ।

(ঙ) মৌজা সংখ্যা: ৬ টা ।১.দ:গরুড়া,২.ধর্মদহ,৩.তেকালা,৪.ডাংমড়কা,৫.মশাউড়া,৬.আদাবাড়ীয়া ।

(চ) হাট/ বাজার সংখ্যা ৪টা ।

(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম সিএনজি/ভ্যান/রিক্সা ।

(জ) শিক্ষার হার: ৫৭% ।

(ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়: ৬টি ।বেসরকারী প্রাথমিক বিদ্যালয়:৯টি কিন্টার গার্ডেন ২টি ।

(ঞ)কলেজ: ১টি,মাধ্যমিক বিদ্যালয়: ৪টি, নিম্নমাধ্যমিক বালকিা বিদ্যালয়: ৩টি, দাখিল মাদ্রাসা ১টি

 

 (ট)ইউনিয়ন পরিষদ স্থাপিত: ১৯৫৯ইং সন ।

(ঠ)নবগঠিতপরিষদেরবিবরণ:

                ১) শপথগ্রহণেরতারিখ– ১০/০৮/২০১১ইং

                                    ২) প্রথমসভারতারিখ– ১২/০৭/২০১১ইং

                                   ৩) মেয়াদউর্ত্তীনেরতারিথ-২৭/০৭/২০১৬ইং

(ঢ) গ্রাম সমুহের নাম: ১,গরুড়া দাইড় পাড়া, ২,দক্ষিন গরুড়া , উত্তর গরুড়া,  ধর্মদহ ,তেকালা, ডাংমড়কা, মশাউড়া, আদাবাড়ীয়া ।

(ড)ইউনিয়নপরিষদজনবল: নির্বাচিতপরিষদসদস্য– ১৩জন, সচিব– ১জন, গ্রামপুলিশ– ১০জন ।

(ঢ)ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স: ১টি ।

                   কমিনিটি ক্লিনিক ৩টা ।

(ণ)কৃষি উপসহকারী অফিস বাসা: ২টা ।

(ত)বাংলাদেশ পুলিশ ক্যাম্প: ১টি ।

(থ) বাংলাদেশ বডার গার্ড ফাঁড়ী ১টি ।