Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

UDC

এক নজরে কুষ্টিয়া জেলায় ইউ,আই,এস,সি,এর,কার্যক্রম

 

ক্রমিক নং

বিষয়বস্তু

গৃহীত কার্যক্রম

উদ্যোক্তা নির্বাচন/ ব্লগ,ব্যবহার,এবং,অনলাইন,মনিটরিং,টুল,ব্যবহার

ক. কুষ্টিয়া জেলায় ৬৬ টি ইউ আই এস সি তে ১৩২ জন (১জন পূরুষ এবং১জন মহিলা) নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

 

খ. সেরা ব্লগার পুরস্কার ঘোষনা দিয়ে ব্লগ ব্যবহারে উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা হয়েছে।

 

গ. অনলাইন মনিটরিং টুল ব্যবহারে উদ্যোক্তাগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং নিয়মিত মনিটরিং টুলব্ যবহার করছেন।

উদ্যোক্তাদের,প্রয়োজনীয়,প্রশিক্ষণ

ক. ৬৬ টি ইউ আই এস  সির ১৩২ জন উদ্যোক্তাকে জেলা প্রশাসনের উদ্যোগে  ৭ দিন করে প্রশিক্ষণ রদান করা হয়েছে।

 

প্রয়োজনীয়,হার্ডওয়ার,সামগ্রী,সরবরাহ

কুষ্টিয়া বিদ্যুৎ বিহীন ২ টি ইউ আই এস সিতে এবং উপজেলা প্রশাসন হতে সকল ইউ আই এস সিতে কম্পিউটার প্রিন্টার, স্ক্যানার, মডেম এবং বেশ কিছু ইউ আই এসসিতে ডিজিটাল ক্যামেরা, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ফটোকপিয়ার সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউ,আই,এস সি   এর কক্ষসমস্যার সমাধান এবং আসবাবপত্ রসরবরাহ

জেলা প্রশাসনের নির্দেশনায়, ইউ এন ও এবং ইউ পি চেয়ারম্যানের সহায়তায় ইউনিয়ন পরিষদে একটি নির্দিষ্ট কক্ষ ইউ আই এস সি এর জন্য নির্ধারণ এবং উক্ত কক্ষে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের ব্যবস্থা করা হয়েছে । কিন্তু বেশ কিছু ইউ পিতে নতুন ভাবননা হওয়ায় ইউ আই এস সি এর কক্ষটিমান সম্মত করা সম্ভব হচ্ছেনা।

সেমিনার আয়োজন

জেলা এবং উপজেলা পর্যায়ে কর্মকর্তা, চেয়ারম্যান, সচিব, শিক্ষক, উদ্যোক্তা এবং গন্যমান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে জেলায় "ডিজিটাল বাংলাদেশ লক্ষ ও অর্জন" এবং" ইউ আই এস সি উদ্যোক্তা সমাবেশ" শীর্ষক দিনব্যাপী ৪ টি সেমিনার আয়োজন করা হয়েছে। তাছাড়া প্রতি টিউপজেলায় বেশ কয়েকটি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রয়োজনীয় প্রচারণা

ইউ আই এস সি বাস্তবায়নে জেলা প্রশাসন হতে প্রয়োজনীয় প্রচারণার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ,পি চেয়ারম্যানের মাধ্যমে মাইকিং, লিফলেট, বিভিন্ন সভা/ সমাবেশে ইউ আই এস সি বিষয়ক আলোচনা এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটির সভায় ইউ আই এস সি বিষয়ক আলোচনা কার্য বিবরণীর অন্তর্ভূক্ত করা হয়েছে।

উদ্যোক্তার নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ

জেলা আই সিটিফো কাল পয়েন্ট ইউ এন ও এবং ইউ পি চেয়ারম্যানের মাধ্যমে প্রত্যেক ইউ আই এসসি তে উদ্যোক্তা গণের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে পরিদর্শন, সুপারভিশন এবং নিবিড় মনিটরিং এর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

উদ্যোক্তাদের আয় বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ

উদ্যোক্তাদের আয় বাড়াতে জেলা আই সি টি ফোকাল পয়েন্ট, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউ পি চেয়ারম্যানদের মাধ্যমে জনসাধারণকে প্রয়োজনীয় কাজে (স্বল্পমূল্য পরিশোধ সাপেক্ষে)  ইউআ ই এস সি মূখী করতে উদ্বুদ্ধ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন সভা সমাবেশে ইউ আই এস সিতেপ্ রদত্ তসেবা সমুহ প্রচারের ব্যবস্থা নিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের আই ডি কার্ড, বিভিন্ন কাজে ছাত্র ছাত্রীদের ছবি তোলা, শিক্ষাসংক্রান্তবিভিন্ন তথ্য জানতে উৎসাহ প্রদান করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইউ,পি,সচিব,ও উদ্যোক্তার সমন্বয়

ইউ পি সচিব এবং উদ্যোক্তার মধ্যে সমন্বয় এবং প্রত্যেক কাজে সুসম্পর্ক সৃষ্টিতে জেলা প্রশাসন হতে ইউ এন ও এবং ইউ পি চেয়ারম্যানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

১০

ইউ আই এস সি সমুহ পরিদর্শন

জেলা প্রশাসন হতে ইউ আই এস সি সমুহ নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এবং পরিদর্শনপ্ রতিবেদন মন্ত্রি পরিষদ বিভাগ, এটু আই, বিসিসি এবং সংশ্লিষ্টদের বরাবরে প্রেরণ করা হচ্ছে।

১১

ব্লগ সদস্যহ ওয়া এবং নিয়মিত ব্লগ লেখা

জেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার সহ সকল ইউ আই এস সি উদ্যোক্তার ব্লগ সদস্য হওয়া এবং ব্লগে লেখা নিশ্চিত করা হয়েছে । ইউ এন ও গণের মাধ্যমে এবং বি সি সির প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার গণের সহযোগিতায় উদ্যোক্তাগণকে অনলাই মনিটরিং টুল ব্যবহার করে দৈনিক আয়ের তথ্য প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে জেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ট ব্লগার পুরস্কার প্রদানের ঘোষনা দিয়ে ব্লগ ব্যবহারে সকলকে উৎসাহিত করা হয়েছে।

১২

ইন্টারনেট সমস্যার সমাধান

 অধিকাংশ ইউ আই এস সিতে ইন্টারনেট মডেম কাজ করেনা বা কাজ করলে ও স্পীড খুব কম থাকে।সেজন্য ইউ আই এস সি সমুহে ইউ এন ও গণের মাধ্যমে অধিকতর স্পীডি ইন্টারনেট মডেম সরবরাহের ব্যবস্থা গ্রহণ করে ইন্টারনেট সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হয়েছ্

১৩

বিদ্যুৎ সমস্যার সমাধান

বিদ্যুতের লোডসেডিং এর কারণে উদ্যোক্তাগণ আগ্রহ হারিয়ে ফেলেন